ওমিক্রন রুখতে কী কী বিধিনিষেধ জারি হল রাজ্যে, দেখে নিন।

0
988

সব খবর ডেস্ক:- (করোনার নতুন আবহ ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কড়া বিধিনিষেধ জারি,৩জানুয়ারি থেকে বন্ধ থাকবে সমস্ত স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়,জানালেন মুখ‍্যসচিব।)

সারা দেশে করোনার নতুন আবহ ওমিক্রনের সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে,পশ্চিমবঙ্গেও এই সংক্রমণের হার ২৭শতাংশ থেকে হু হু করে বাড়ছে। করোনার নতুন আবহ ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ জারি,৩জানুয়ারি থেকে—-

নবান্নে সাংবাদিক বৈঠক করে নির্দেশিকা জানালেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

1) ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ।

2) মুম্বই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে ২ দিন – সোমবার ও শুক্রবার।

3) ১০ শতাংশ আরটি-পিসিআর (RT-PCR) বাধ্যতামূলক।

4) ১০০ শতাংশ বিদেশফেরতের Rapid Antigen টেস্ট করাতে হবে।

5) ‘দুয়ারে সরকার’ একমাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু।

6) স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ , ৫০ শতাংশ কর্মীরা আসতে পারেন।

7) সরকারি ও বেসরকারি অফিসে (কর্পোরেশন-সহ) ৫০ শতাংশ হাজিরা

8) সোমবার থেকে বন্ধ সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা।

9) শপিং মল, মার্কেট কমপ্লেক্সে ৫০ শতাংশ ক্রেতার প্রবেশের অনুমতি।

10) রেস্তরাঁ, বারে ৫০ শতাংশের প্রবেশ।

11) সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ দর্শকের প্রবেশ।

12) বাড়ল নাইট কারফিউয়ের সময়সীমা। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি।

13) লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে। তবে সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ, মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

14) মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here