বড়োসড়ো পথ দুর্ঘটনা ৬০নং জাতীয় সড়কে, আহত তিন।

0
341

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া রাণীগঞ্জ ৬০নং জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি বাজারে ঘটে গেল মর্মান্তিক পথদুর্ঘটনা। দুর্ঘটনায় আহত তিনজন। তাদের অমরকানন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে একজন অত্যন্ত গুরুতর আহত হওয়ার কারণে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায়, একটি চারচাকা মারুতি সামনের চাকা বাস্ট হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে থাকা একটি দোকানে সজোরে ধাক্কা মারে ওই দোকানের পাশে দাঁড়িয়েছিলেন তিন জন যুবক ফলে আহত হন তিনজন যুবক তাদের মধ্যে একজন গুরুতর ভাবে আহত হন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। চারচাকা গাড়ি ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, গাড়িটিকে গঙ্গাজলঘাটি থানায় নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here