নদীয়া চাকদহে পুকুরে স্নান করতে এসে তলিয়ে গেলেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি।

0
346

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- নদীয়ার চাকদহ ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিন নম্বর দুর্গানগর ইটভাটা পুকুরে আজ দুপুরে স্নান করতে এসে তলিয়ে যান পঞ্চাশোর্ধ এক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শী মানিক লাল দে জানান ওই বৃদ্ধ সাইকেল পুকুরপাড়ে রেখে সোয়েটার জামা প্যান্ট পুকুরপাড়ে রেখে স্থান করতে নাবেন , হঠাৎ ডুবে যেতে দেখে অন্যরা তাকে বাঁচাতে চেষ্টা করে, অল্পের জন্য তা সম্ভব হয়নি ।উদ্ধারকারী চাকদহ পৌরসভার এক কর্মী অমল নাথ জানান, সামান্য সময়ের জন্য তার হাতে ওই বৃদ্ধ শরীর স্পর্শ করেও শেষ রক্ষা সম্ভব হয়নি।
এলাকা সূত্রে জানা যায় ডুবে যাওয়া ওই ব্যক্তির বাড়ি চাকদহ নারকেল বাগানে, এবং তারা খবর পৌঁছালে ছুটে আসে বিশ্বজিৎ মন্ডল। তিনি সাইকেল এবং সোয়েটার দেখে চিনতে পারেন তার বড় দাদা ডুবে গেছে। পঞ্চাশোর্ধ দাদার নাম উত্তম মন্ডল, যিনি পেশায় দর্জির কাজ করেন তবে বাড়িতে একটা চায়ের দোকান আছে। তিনি কোনদিনই পুকুরে স্নান করতে আসেন না অথচ কি কারনে আজ এসেছিলেন সেই বিষয়ে ধন্দে রয়েছে গোটা পরিবার। চাকদহ পৌরসভার চেয়ারপারসন ঘটনাস্থলে এসে পৌঁছান, চাকদহ থানায় খবর দিলে উদ্ধারকারীরা মৃতদেহ খোঁজার কাজ চালাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here