অন্যরকম : কাজী নুদরত হোসেন।

0
437

সেই যে আমার খেলনাপাতির সই,
ইচ্ছে করে তাহার কাছে গিয়ে
আবার দুটি মনের কথা কই !

ছিপ হাতে সেই মাছ ধরবার পুকুরঘাটের বেলা
সেইখানে এক রাজহংসীর অবুঝ সাঁতারখেলা,
দুষ্টুমিতে সেই যে তাহার দেহের তোলা ঢেউ
সে ঢেউ গিয়ে লাগলো কোথায় বোঝেনি তা কেউ।
সূর্য আলোয় হলুদমাখা সর্ষেফুলের ক্ষেতে
দুইটি পাখি খুঁজত আকাশ
ওড়ার নেশায় মেতে,
ছোঁয়াছুঁয়ির সেই খেলাতে
জিতলো নাতো কেউ-ই
গড়িয়ে গেল জলের জীবন,
রইল পড়ে ঢেউ-ই।
কত ঢেউ তো উঠল আবার, ভাসলো দুঃখ সুখে
একটি ঢেউ সে অন্যরকম জমে রইল বুকে।

———————
কাজী নুদরত হোসেন