গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে নিহত পাঁচ শহীদের প্রতি শ্রদ্ধা জানালো তৃণমূল কংগ্রেস।

0
260

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রামে গণহত্যায় নিহত পাঁচ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানাল তৃণমূল কংগ্রেস। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ও তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সন্দীপ সিংহ ,পশ্চিম মেদিনীপুরজেলা পরিষদের সভাধিপতি তথা গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা,তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । সেই সঙ্গে শহীদ পরিবারগুলির হাতে কিছু শীত বস্ত্র তুলে দেন। উল্লেখ করা যায় যে২০০১ সালের চৌঠা জানুয়ারি গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের পাঁচ কর্মীকে সিপিএমের হার্মাদ বাহিনি নৃশংস ভাবে খুন করে। যার ফলে প্রতিবছর চৌঠা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদদের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই প্রতিবছরের মতো এবছরও মঙ্গলবার ছোট আঙারিয়া দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। করোনা পরিস্থিতির জন্য হাতে গোনা কিছু দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মঙ্গলবার এই অনুষ্ঠান পালিত হয়।নিহত রবিয়াল ভাঙি, মুক্তার খাঁ, হায়দার মণ্ডল,জয়ন্ত পাত্র,মুক্ত পাত্র এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি সুজয় হাজরা বলেন শহীদ পরিবারগুলিকে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা এবং নেতৃত্বরা আজও ভুলে যায়নি। শহীদ পরিবারগুলির পাশে দল রয়েছে। আগামী দিনেও থাকবে। শহীদদের রক্ত ব্যর্থ হয়নি। হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে দল রাজ্যে ক্ষমতায় এসেছে এবং হার্মাদ সিপিএমকে বাংলা থেকে মানুষ বিদায় জানিয়েছে ।তাই স্মরণ সভা থেকে সিপিএমের অভিযুক্ত হার্মাদদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান অনুষ্ঠানে উপস্থিত সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা ও নেত্রী বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here