নদিয়া-কৃষ্ণনগর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে কৃষ্ণনগর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় প্রিয় নেত্রী দীর্ঘায়ু কামনার্থে কেককেটে জন্মদিন পালন করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। দল নেত্রীর জন্মদিন পালন অনুষ্ঠানে এই দিন উপস্থিত ছিলেন কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির কর্মকার সহ পৌরসভার প্রাক্তন পৌরপতি অসীম সাহা ছাড়াও অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। কেককেটে দলনেত্রীর জন্মদিন পালন করার পাশাপাশি এই দিন প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
কেককেটে দলনেত্রীর জন্মদিন পালন করলেন তৃণমূল নেতাকর্মীরা নদিয়ার কৃষ্ণনগরে।

Leave a Reply