এস এফ আই এর পক্ষ থেকে মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ।

0
509

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার এসএফআই ছাত্র সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় । তাদের দাবি-দাওয়া হুগলির মধ্যে অন্যতম ছিল
অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আংশিক ভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে হবে।
সমস্ত ছাত্র-ছাত্রীদের এক শিক্ষাবর্ষে স্কুল-কলেজের ফি মুকুব করতে হবে*
*ছাত্র-ছাত্রীদের ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দিতে হবে।
মোবাইলের ডেটা প্যাকের লাগামছাড়া মূল্যবৃদ্ধি রোধ করতে হবে।
বাসভাড়ায় ছাত্রছাত্রীদের কনসেশন দিতে হবে।
এই দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক এর কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে এস এফ আই ছাত্র সংগঠন । করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ওই কর্মসূচিতে সামিল হয়েছিল বামপন্থী ওই ছাত্র সংগঠনের সদস্যরা।