নদীয়ার চাকদহের লুপ্তপ্রায় প্রাণী শিকার প্রকাশ্যে, বিরল প্রজাতির বন্যপ্রাণী দের বাঁচাতে এগিয়ে এলো রানাঘাট বনদপ্তর।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার চাকদহের ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতের জামতলা এলাকায় বিরল প্রজাতির বন্যপ্রাণী শিকার করছে চোরাশিকারীরা । বিভিন্ন ঝোপঝাড়, জঙ্গল, প্রকৃতির মাঝে থাকা লুপ্তপ্রায় প্রাণী বনবিড়াল স্বীকার করে নিয়ে যাওয়ার সময় কৌতূহলাক্রান্ত বহু মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে যান। স্থানীয় মানুষেরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, এই চোরাশিকারীর আসলে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রাস্তায় মানুষ জড়ো হতে থাকায় অবশেষে অকুস্থল থেকে চম্পট দেয় আদিবাসী শিকারীরা ।এলাকার আদিবাসী মানুষেরা এই বিরল প্রজাতির প্রাণী শিকার করে প্রতিনিয়ত। এই খবর বনদপ্তর এর কাছে পৌঁছানো মাত্রই, রানাঘাট বনদপ্তর এর আধিকারিক প্রদীপ কুমার বাগচির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিরা এসে অকুস্থলে স্থানীয় মানুষ এবং ক্লাবের কর্তৃপক্ষকে সচেতন করে যান। যাতে আগামী দিনে এই রকম লুপ্তপ্রায় প্রাণী কে কোনরকম স্বীকার না করা হয়, তার জন্য তারা সচেতন করেন। এইভাবে লুপ্তপ্রায় প্রাণী কে স্বীকার করলে আগামী দিনে পরিবেশের চরম ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা এবং স্থানীয়রা।

বাইটঃ বনদপ্তর এর কর্মী
বাইটঃ বিবর্তন ভট্টাচার্য (চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার কর্ণধার তথা পরিবেশপ্রেমী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *