করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে আজ থেকে দুবরাজপুর পৌরসভায় শুরু হল বুশটার ডোজ।

0
353

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- করোনা ভাইরাসের বিরুদ্ধে ব্যাপক শক্তিশালী কোভ্যাক্সিনের তৃতীয় ডোজ। এমনটাই দাবি ভারত বায়োটেকের। ভারত বায়োটেকের কোভিড টিকার তৃতীয় ডোজ ডেল্টা সহ করোনার সমস্ত ভ্যারিয়েন্টকে রোখার ক্ষেত্রে পাঁচগুণ বেশি কার্যকরী। ডবল ডোজ নেওয়ার পর ওই বুস্টার শট নিলে, কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্টকে নিউট্রালাইজ করা সম্ভব। তাই রাজ্যজুড়ে আজ থেকে শুরু হল করোনার বুশটার ডোজ। এমনই চিত্র ধরা পড়ল দুবরাজপুর পৌরসভার একটি সাব সেন্টারে। আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে দুজনকে বুশটার ডোজ দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে সহ স্বাস্থ্য কর্মীরা। এদিন পৌর প্রশাসক পীযূষ পান্ডে জানান, আমরা আজ দুবরাজপুর পৌরসভার উদ্যোগে করোনার বুশটার ডোজ সোমনাথ কর্মকারকে দিয়ে শুরু করলাম। পাশাপাশি আমরা মাইকে করে প্রচারও করব যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়া নয় মাস পেরিয়ে গেছে তাঁরা যেন দুবরাজপুর পৌরসভার সাব সেন্টারে এসে বুশটার ডোজ নিয়ে নেন।