ফের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে জালিয়াতির অভিযোগ মহিষাদলের বেসরকারী নার্সিংহোমের বিরুদ্ধে,চাঞ্চল্য।

0
185

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুরের মহিষাদল স্বাস্থ্য সাথী কার্ড জালিয়াতির অভিযোগ, অভিযোগকারী পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দ্বারিবেরিয়ার বাসিন্দা শংকর মান্নার। অভিযোগকারী শংকর মান্না জানান তিনি এই যাবৎ স্বাস্থ্য সাথী কার্ডের জন্য কোনো অ্যাপ্লিকেশন জমা দেননি এবং তার কোনো কার্ড ও নেই তবুও গত ৩ রা জানুয়ারি তার ফোনে একটা এসএমএস আসে তিনি প্যারাডাইস ডায়াগনস্টিক সেন্টার নামক একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন, এই এস এম এস তিনি গ্রাহ্য করেননি এবং পরবর্তী পাঁচ তারিখে তার ফোনে একটি ডিসচার্জের এসএমএস আসে এবং সাথে ৩৭৮০০ টাকার একটি বিল, তারপর তিনি মহিষাদল থানায় একটি অভিযোগ করতে গেলে তার অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ, পরেই তিনি বিডিও অফিসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী স্ত্রী রুমা মাইতি মান্না জানান স্বাস্থ্য সাথী কার্ডের জন্য তারা কোন লাইন বা কোনো দরখাস্ত জমা দেননি তবুও কী ভাবে কার্ড ইস্যু হলো, এবং কিভাবে তার স্বামীর কোন কিছুনা হওয়া সত্বেও হাসপাতালে ভর্তি এবং পরে ডিসচার্জ হলো সেটা নিয়ে তাঁরা ধোঁয়াশার মধ্যে রয়েছেন, সুবিচারের জন্য থানায় গেলে ফিরিয়ে দেওয়া হয় এবং আজ বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন ব্যানার্জি জানান এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকারের আমলে স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে যাই হয়েছে সমস্ত জালিয়াতি, ভুয়া বিল এবং কাটমানি নেওয়া এই সরকারের বরাবরের অভ্যাস। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here