জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- উধাও রিক্সা চালক।মিসিং ডাইরি জলপাইগুড়ি কোতয়ালী থানায়।গত বুধবার থেকে রিক্সা নিয়েই শহরে এসেছিলেন।কিন্তু বাড়ি আজও ফেরত আসেনাই।পাঙা থেকে জলপাইগুড়ি শহরে নন্দেপ পাল নামে এক পঞাশ বছরের ব্যাক্তি উধাও হয়ে যায়।বাড়ি পাঙা সাহেব বাড়ি এলাকায়।কোথায় গিয়েছে এখন পর্যন্ত তার কোন খোজ মেলেনি।বাধ্য হয়ে রিকশা চালকের পরিবারের সদস্যরা জলপাইগুড়ি কোতয়ালী থানায় মিসিং ডাইরি জানিয়েছেন।সাত দিন হলেও মেলেনি সেই রিক্সা চালকটি।