দু দিন নিখোঁজ থাকার পর যুবকের মৃতদেহ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর আমিলাসাই এলাকা থেকে।

0
345

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– দু দিন নিখোঁজ থাকার পর যুবকের মৃতদেহ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর আমিলাসাই এলাকা থেকে।জানা গেছে গত দুদিন আগে অর্থাৎ রবিবার ছুটির দিনে খড়গপুর থেকে ভরসা এলাকায় সুবর্ণরেখা নদীর তীরে পিকনিক করতে এসে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় খড়গপুরের সিদ্ধার্ত শঙ্কর নামে এক বছর ৩০এর এই যুবক। গত দুদিন ধরে অনেক খোঁজাখুঁজির পরেও ওই যুবককে উদ্ধার করতে পারা যায়নি। মঙ্গলবার সকালে নছিপুরের আমিলাসাই এলাকা থেকে উদ্ধার হয় দেহ। মঙ্গলবার সকালে আমিলাসাই এলাকার মানুষজন নদীতে মাছ ধরতে নামলে ওই দেহটি ভাসতে দেখেন এবং সেটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে কেশিয়াড়ী থানার পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।