ইংরেজবাজার শহরের ৯টি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।

0
328

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদা শহরে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। জেলায় সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হচ্ছেন ইংরেজবাজার শহরের মানুষ। ইতিমধ্যে ইংরেজবাজার শহরের ৯টি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীর দিনকে কাজে লাগালো ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল। বুধবার সকালে ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লি তুলসী মোড় এলাকার প্রায় ২০০ জন মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সন্তোষ ঠাকুর। সন্তোষ বলেন, এই করোনা মোকাবিলায় আমাদের সচেতনতাই একমাত্র পথ। এজন্য সকলকে মাস্ক পরা জরুরী এবং ভিড় এড়িয়ে চলা উচিত। এদিন স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিনে পথচলতি মানুষদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে এই বার্তাই আমরা দিয়েছি।