নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলো শান্তিপুর থানার পুলিশ। বুধবার শান্তিপুর থানা এলাকার যে সমস্ত সাধারণ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলো শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার এই ভূমিকায় যথেষ্ট খুশি করোনা আক্রান্তদের পরিবার গুলি। সকাল থেকেই শান্তিপুর থানার এস আই উত্তম ঘোষ সিভিক ভলেন্টিয়ার দের সাথে নিয়ে পৌঁছে যান করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি। এরপর সমস্ত করোনার বিধিনিষেধ মেনে খাদ্য সামগ্রী তুলে দেন পরিবারগুলি হাতে। পাশাপাশি আক্রান্ত পরিবারগুলির পার্শ্ববর্তী এলাকায় সচেতন করেন সাধারণ মানুষকে। যদিও ইতিমধ্যে শান্তিপুর থানায় এখন করোনা আক্রান্ত 21 জন পুলিশ কর্মী, তবুও সাধারণ মানুষের সেবায় অবিরাম কাজ করে চলেছে শান্তিপুর থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে অন্যান্য পুলিশকর্মীরা।