দক্ষিণ দিনাজপুর জেলায় নিষ্ঠার সঙ্গে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মজয়ন্তী।

0
710

বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুরঃ- দক্ষিণ দিনাজপুর জেলায় নিষ্ঠার সঙ্গে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মজয়ন্তী। ১২-ই জানুয়ারি বুধবার স্বামী বিবাকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। যে উৎসবের অঙ্গ হিসাবে বালুরঘাট পৌরসভা এবং বালুরঘাট শ্রী রামকৃষ্ণ আশ্রম যৌথভাবে বালুরঘাট শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সাধারণ মানুষরা কোভিড বিধি মেনে সামিল হন। শোভাযাত্রাটি বালুরঘাট শহর পরিক্রমা করে। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলা সমাহর্তালয়ের অফিস চত্বরেও এদিন জেলা প্রশাসনের উদ্যোগে বিবেকানন্দের জন্মজয়ন্তী পালিত হয়। জেলা সমাহর্তালয়ের অফিস চত্বরে চলা এদিন বিবেকানন্দের জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক আয়েশা রাণি এ, অতিরিক্ত জেলা শাসক শুভাশিষ বেজ, দক্ষিণ দিনাজপুর জেলার ডেপুটি কালেক্টর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বপন কুমার পাত্র। স্বপন কুমার পাত্র বলেন বিবেকানন্দের ভাবনাকে আমরা যদি পাথেয় করে এগিয়ে যেতে পারি তাহলে সমাজের মধ্যে যে অসাম্যের বাতাবরণ রয়েছে সেগুলি একদিন দূরীভূত হবে। জেলা শাসক আয়েশা রাণি এ বলেন যদি আমরা গরিব মানুষের কাছে পৌছাতে পারি তাহলে তাদের উন্নয়নটাই হবে শ্রেষ্ঠ উন্নয়ন।