স্বামীজি বিবেকানন্দ এর ১৬০ তম জন্মবার্ষিকী এসএফআই ডিওয়াইএফআই এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ডিবিসি রোড জেলা কার্যালয়ে।

0
271

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৮৮ তম আত্ম বলিদান দিবস ও স্বামীজি বিবেকানন্দ এর ১৬০ তম জন্মবার্ষিকী এসএফআই ডিওয়াইএফআই এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ডিবিসি রোড জেলা কার্যালয়ে। অগ্নিযুগের বামপন্থী মতাদর্শে বিশ্বাসী মাস্টারদা সূর্যসেন সহ বিভিন্ন বিপ্লবীরা ব্রিটিশ শাসনের অবসানকল্পে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন। ভারতবাসীর উপর অত্যাচার কারী ব্রিটিশ সাম্রাজ্যবাদের গলার কাঁটা হয়ে উঠেছিলেন সশস্ত্র সংগ্রামের পথে দেশ স্বাধীনের স্বপ্ন দেখা বিপ্লবীরা।
স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে শিখিয়েছিলেন মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ভাষা ধর্ম জাত পাতে বিভক্ত ভারতবাসী কে এক হওয়ার ডাক দিয়েছিলেন তিনি। জেলা দপ্তর এর সংক্ষিপ্ত কর্মসূচিতে এই বক্তব্য তুলে ধরেন বিভিন্ন বক্তারা। কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে, যুবনেতা শুভায়ু পাল দেবরাজ বর্মন, এসএফআইয়ের জেলা সম্পাদক প্রভাকর সরকার সহ অন্যান্য ছাত্র যুব আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়াও শহরের ২ নাম্বার ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড বউ বাজার এলাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কর্মসূচি। ২ নম্বর ওয়ার্ডের কর্মসূচিতে ছাত্র যুবদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব দুই নাম্বার ওয়ার্ডের কো-অর্ডিনেটর দূর্বা ব্যানার্জি, বর্ষিয়ান গণ আন্দোলনের নেতৃত্ব নির্মলেন্দু গুহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলার ময়নাগুড়ি,ওদলাবাড়ি, বানারহাট, ধুপগুড়ি সহ বিভিন্ন জায়গায় ছাত্র-যুবদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।