জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:– বড়সড় ট্রেন দুর্ঘটনা ঘটে গেল উত্তরবঙ্গের বুকে। বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের কামরা উল্টে কমপক্ষে তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যে ঝাঁপিয়েছে জেলা ও রেল প্রশাসন। রাতে উদ্ধারকার্য চালাতে জেনারেটরের মাধ্যমে বিকল্প আলোর ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন বিকালে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস নিউজলপাইগুড়ি স্টেশন ছেড়ে কিছুটা যাওয়ার পর ময়নাগুড়ির দোমোহানী এলাকায় লাইনচ্যুত হয়। তার জেরে ইঞ্জিনের পর থাকা ৭টি বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ৩টি বগি সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। তার জেরে হতাহতের সংখ্যা অনেকটাই বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে ময়নাগুড়িতে রেল দুর্ঘটনা, লাইন চ্যুত পাটনা – গুয়াহাটি গামী বিকানের এক্সপ্রেস। জলপাইগুড়ি ময়নাগুড়িতে দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত ৩জনের মৃত্যু হয়েছে বলে খবর সুত্রে । যাত্রীর মৃত্যু এবং আহত হওয়ার সম্ভাবনা। লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনটির ১০ থেকে ১২ টি কামরা। সূত্র মারফত জানা যাচ্ছে ট্রেনের গতিবেগ ছিল ৪০ থেকে ৪৫ কিলোমিটার। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে রেল। ইতিমধ্যে আরপিএফ এর মাধ্যমে উদ্ধারকার্য চলছে। রেলের বহু আধিকারিক ঘটনাস্থলে রয়েছেন। ইতিমধ্যেই টেলিফোন মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দুর্ঘটনার খবর নেন মোদি। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে ৫০টি অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে ।