বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ভারী যান চলাচলের জেরে রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের হজরতপুরে। বাবুইজোড়-সিউড়ির রাস্তা দীর্ঘ দিন ধরে ভারী যান চলাচল করায় রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে পরিণত হয়েছে এই বেহাল সড়ক। কিন্তু কারোর হেলদোল নেই। দৈনন্দিন দুর্ঘটনা লেগেই আছে। অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসীরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে শেষ পর্যন্ত পথ অবরোধে নামেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় এক বাসিন্দার জানান, ভারী গাড়ি যাতায়াত করায় দীর্ঘ দিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এই রাস্তা সংস্কার করার জন্য বহুবার জানানো হয়েছে কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। তাই নাজেহাল হয়ে স্থানীয় ব্যবসায়ীরা সংস্কারের দাবি নিয়ে আজ সকালে পথ অবরোধ করেন। পরে কাঁকড়তলা থানার পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। অন্যদিকে সেই মুহূর্তে এক বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়েন। উত্তেজিত জনতা পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। তবে পুরো বিষয়টি পুলিশ দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়।