দূর্বা চটি খাল সংস্কারের ফলে খুকুড়দা এলাকায় খালের পার্শ্ববর্তী একাধিক দোকানে দেখা গিয়েছে ফাটল, আতঙ্ক।

0
466

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার দূর্বাচটি খাল সংস্কারের ফলে পাঁশকুড়া ব্লক এবং পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের সংযোগস্থল খুকুড়দা এলাকায় একাধিক দোকানে দেখা গিয়েছে ফাটল, যার ফলে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থায়ী দোকানদারদের, পাশাপাশি একটি মন্দিরেও দেখা গিয়েছে ফাটল, তবে ক্ষয়ক্ষতি হওয়ার ফলে কার্যত রাস্তায় বসতে চলেছে এইসব দোকানদারেরা, ফলে রীতিমতো চিন্তায় মাথায় হাত এলাকার দোকানদারদের, এমত অবস্থায় তাদের স্থায়ী ভাবে যাতে ব্যবসা করতে পারে এবং দোকান তৈরি করতে পারে তাই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বাজার কমিটি। ইতিমধ্যেই আতঙ্কের মধ্যে স্থায়ী দোকানদাররা তাদের সামগ্রী নিয়ে যাওয়ার জন্য তৎপর শুরু হয়েছে, শুক্রবার সন্ধ্যায় এমন চিত্র উঠে এলো। যদিও এই প্রসঙ্গে কোনো সরকারই প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি, তবে আগামী দিনে কিভাবে দোকানদাররা তাদের নিজেদের ব্যবসা চালাতে পারবে সেই বিষয় নিয়ে কার্যত চিন্তায় এলাকার ক্ষতিগ্রস্ত দোকানদারেরা।