ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

0
486

মনিরুল হক, কোচবিহার: ট্রেন দুর্ঘটনার বিধস্ত এলাকা পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ সকালে তিনি ময়নাগুড়ির কাছে দোমহনি এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যান। সেখানে পরিদর্শন শেষ হওয়ার পর সাংবাদিকদের সাথেও কথা বলেন। এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তিনি অসুস্থ হওয়ার পর প্রথমে তাকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের সাথে কি কথা বলেছিলেন। তা আমরা শিনে নেব