স্নানের গরম জল করতে গিয়ে আগুন।

0
314

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:– স্নানের গরম জল করতে গিয়ে আগুন। সেই আগুনে পুরোপুরি ভস্মীভূত হল জলপাইগুড়ি মোহিত নগর কলোনির একটি বাড়ি। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘর ও আসবাবপত্র সবটাই ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমান প্রায় কয়েক লক্ষ টাকা। প্রয়োজনীয় কাগজ পত্র সবটাই পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে ছুটে এসেছে দমকল বাহিনী ও স্থানীয় পঞ্চায়েত সদস্য।
শনিবার ওই এলাকায় অবিনাষ করের বাড়িতে স্নানের গরম জল করছিলেন। উনুনের আগুন থেকে ঘরের কাঠের বেড়ায় আগুন লেগে যায়। এর পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এরপর দমকল বাহিনী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন। এদিকে গরিব পরিবার হওয়ার স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জীত কর্মকার বলেন, “বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে এই পরিবারকে সাহায্য করার ব্যবস্থা করা হচ্ছে।”