নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। জানা যায় নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মল্লাবেলিয়া অঞ্চলের মাঠপাড়ার বাসিন্দা গফফার মন্ডল এলাকারই একটি পুকুরে স্নান করতে যাই। এরপর জলে জলে তলিয়ে যান তিনি, পরিবারের লোকজন দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির সন্ধান না পাওয়ায় আজ সকালে দেখেন ওই পুকুরের জলে ভেসে রয়েছে গফফার মন্ডল এর দেহ। সাথে সাথে কল্যাণী যে এন এম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ সকালে মৃতদেহটি উদ্ধার করে হরিণঘাটা থানার পুলিশ এছাড়াও মৃতদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। জানা যায় গফফর মন্ডলের বয়স আনুমানিক 30 বছর গফফার মন্ডল ইটভাটার শ্রমিক ছিলেন, স্বভাবতই পুকুরের জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ সমগ্র এলাকায়।
নদীয়ার হরিণঘাটায় পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির।

Leave a Reply