নদীয়ার গয়েশপুর পৌরসভায় বামেদের পক্ষথেকে ডেপুটেশন দেওয়া হয় পৌর প্রশাসকের কাছে।

0
336

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুর পৌরসভায় বামেদের ডেপুটেশন। এদিন নদীয়া জেলার গয়েশপুর পৌরসভায় বামেদের পক্ষথেকে ডেপুটেশন দেওয়া হয় পৌর চেয়ার পার্সনের কাছে।
এলাকার উন্নয়ন,রাস্তা ড্রেন,নিকাশি ব্যাবস্হা জল সহ একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।
এদিন করোনা স্বাস্হ্য বিধি মেনেই তারা এই কর্মসূচি পালন করে।
পাঁচ সদস্যের টিম চেয়ারপারসনের কাছে যায়।
প্রসঙ্গত সামনেই পৌর নির্বাচন তাকে পাখির চোখ করে মুলত বামেরা পথে নেমে পড়লো।
গয়েশপুর পৌর সভার পৌর পরিসেবা ব্যাথ্ বামেদের পক্ষথেকে একাধিক অভিযোগ নিয়ে আজ পৌরসভার সামনে বিক্ষোভ করে এবং পৌর চেয়ারপারসনের নিকট একাধিক দাবি নিয়ে স্বারক লিপি জমা দেন।
বাম নেতা গোপাল চক্রবর্তী বলেন আমরা সাধারণ মানুষের বেশকিছু দাবি নিয়ে আজ ডেপুটেশন দিলাম এই দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবো।
এদিন এই কর্মসূচিতে বাম নেতা ও প্রাক্তন পুরো প্রধান গোপাল চক্রবর্তী,দিপক শিকদার, তাপস পারিহাল ও তনয় কান্তি রায় সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এই বিষয়ে পুরো চেয়ারপারসন সুরজিৎ সরকার বলেন দাবি সমুহ গ্রহণ করেছি চেষ্টা করবে পূরন করার।