সাধারণ মানুষের চিকিৎসা সংক্রন্ত বিষয়ে টেলি মেডিসিন নিয়ে তাদের কে সু পরামর্শ দিলেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ।

0
466

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেক বাহিনী রানাঘাট স্টেশনের সামনে পথ সভা ও সাধারণ মানুষকে সচেতন করলেন কোরোনা সংক্রমণ নিয়ে ।যারা মাক্স পড়েনি তাদের কে মাক্স দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা সংক্রন্ত বিষয়ে টেলি মেডিসিন নিয়ে তাদের কে সু পরামর্শ দিলেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ।