শীঘ্রই তমলুকে চালু হচ্ছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ,বললেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।

0
420

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- বর্তমান সরকার রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সুন্দরভাবে গড়ে তুলতে একাধিক জেলায় মেডিক্যাল কলেজ গড়ে তুলছেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ গড়ে উঠতে চলেছে। বর্তমান শিক্ষা বর্ষ থেকে চালু করার চিন্তাভান করা হলেও বিশেষ কিছু কারনে তা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ চালু হবে বলে জানান রাজ্যের মন্ত্রী তথা তমলুক স্বাস্থ্য জেলার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সৌমেন কুমার মহাপাত্র। দীর্ঘদিন কয়েক বছর পর শুক্রবার তমলুক জেলা হাসপাতালে রুগী কল্যাণ সমিতির বৈঠক হয়। সেই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, তমলুক পুরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায়, সিএমওএই বিভাস রায় সহ অন্যান্যরা। রুগী কল্যাণ সমিতির পক্ষ থেকে একাধিক উন্নয়ন মূলক কাজে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে মধ্যদিয়ে এমনটাই জানিয়েছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।।