নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ মৎস দপ্তরের পক্ষ থেকে শুক্রবার কালচিনি ব্লকের ৩০ জন মৎস্যজীবীদের সাইকেল ও আইসবক্স দেওয়া হল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচিনি মৎস দফতরের আধিকারিকেরা এছাড়া উপস্থিত ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন। এ বিষয়ে কালচিনির বিডিও প্রশান্ত বর্মন বলেন, ‘এদিন এলাকার ৩০ জন মৎস জীবীদের হাতে আমরা সাইকেল ও আইসবক্স তুলে দিয়েছি। কারণ রোজ তাদের মাছ নাও বিক্রি হতে পারে, তারা যাতে সেগুলোকে ভালো ভাবে রাখতে পারে তাই তাদের আইসবক্স দেওয়া হল। এছাড়া গ্ৰামে ঘুরে তারা মাছ বিক্রি করতে পারে এজন্য সাইকেল দেওয়া হল।
মৎস দপ্তরের পক্ষ থেকে শুক্রবার কালচিনি ব্লকের ৩০ জন মৎস্যজীবীদের সাইকেল ও আইসবক্স দেওয়া হল।

Leave a Reply