ধূপগুড়ির মাগুরমারী-২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতাগ্রাম এলাকায় পাওয়ারগ্রীডের কাজের বিরুদ্ধে অভিযোগ তুলল গ্রামবাসীরা।

0
389

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ধূপগুড়ির মাগুরমারী-২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতাগ্রাম এলাকায় পাওয়ারগ্রীডের কাজের বিরুদ্ধে অভিযোগ তুলল গ্রামবাসীরা। জানা গেছে ধূপগুড়ির গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের খুনিয়ার ভিটা এলাকায় এবং দক্ষিন আলতাগ্রাম এলাকায় পাওয়ারগ্রীডের কাজ করা হয়। এদিন পাওয়াগ্রীডের এই কাজ করার সময় ধূপগুড়ির পুলিশ সহ বিরাট পুলিশ ফোর্স উপস্থিত ছিলে। এদিন দক্ষিন আলতাগ্রাম এলাকায় জমিদাতা কৃষকদের সাথে আলোচনায় বসে পাওয়ার গ্রীডের কর্মকর্তা সহ ধূপগুড়ির বিডিও শঙ্খদ্বীপ দাস, ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় তুঙ্গা । পরবর্তীতে সেখানে কাজ করা হয়। কিন্তু ঐ গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতাগ্রাম এলাকার কৃষকদের অভিযোগ, তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই কাজ করা হচ্ছে। এমনকি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের ভয় দেখিয়ে কাজ করাচ্ছে পাওয়ার গ্রীডের কর্মকর্তারা।