বাইকের সাথে টোটো গাড়ির ধাক্কায় আহত তিনজন।

0
335

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- বাইকের সাথে টোটো গাড়ির ধাক্কায় আহত তিনজন আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি শান্তিপুর নৃসিংহপুর মেথির ডাঙ্গা জামতলা এলাকায়। সূত্রের খবর শুক্রবার রাত্রিকালীন ওই এলাকায় একটি বাইকে করে দুই যুবক আসছিল, ঠিক তখনই সামনের দিক থেকে আসা একটি টোটো গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দুই বাইক আরোহী সহ গুরুতর আহত হয় টোটো চালক, ক্ষয়ক্ষতি হয় বাইক সহ টোটো গাড়িটির। ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষ আহত তিনজনকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায় আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই নদীয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে মদ্যপ অবস্থায় বাইক চালানোর জন্যই কি এই পথদুর্ঘটনা নাকি টোটো চালকের ভুলের কারণে পথ দুর্ঘটনা সব টাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।