তামিলনাড়ু থেকে উদ্ধার নাবালিকা,গ্রেফতার ১।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রত্যন্ত সুন্দরবনের কোষ্টাল থানার অন্তর্গত এক নাবালিকা গত ২০২১ সালের ২৫ ডিসেম্বর নিখোঁজ হয়ে যায়।পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে নিরুপায় হয়ে সুন্দরবন কোষ্টাল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাবালিকা মেয়ে টি তামিলনাড়ু তে রয়েছে। এরপর খোঁজখবর করে সুন্দরবন কোষ্টাল থানার এসআই রনি সরকার ও এক মহিলা কনষ্টেবল তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হন। সেখানে বিশেষ ভাবে খোঁজ খবর করে তামিলনাড়ুর ত্রিপুর জেলার পেরুমানল্লুর নামক এক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেন ওই নাবালিকাকে। পাশাপাশি শুভজিৎ বাউলিয়া নামে এক যুবক কে গ্রেফতার করে।স্থানীয় সুত্রে জানাগিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হিঙ্গলগঞ্জের বাসিন্দা যুবক শুভজিৎ বাউলিয়া ওই নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয়। এরপর ওই নাবালিকা কে বিয়ে করার প্রলোভন দিয়ে তাকে ফুঁসলিয়ে নিয়ে তামিলনাড়ু চলে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *