সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী কালো ওরফে আবু কাশেম মন্ডল অবশেষে পুলিশের জালে ধরা পড়লো। তার কাছ থেকে ৪ টি ওয়ান সাটার পাইপগান,১০ রাউন্ড ৮ এমএম কার্তুজ,একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ।ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার শিমূলতলা হাসপাতাল মোড় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে ‘উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার অন্তর্গত ডেবিয়া চৌমাথার উত্তর মোরালিশা এলাকার বাসিন্দা আবু কাশেম মন্ডল।গোপনে বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবসা রমরমিয়ে চালিয়ে যাচ্ছিল।এমন খবর পুলিশের কাছে পৌঁছালেও পুলিশের পাতা ফাঁদ কেটে বেরিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলায়।
শুক্রবার রাতে বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ করার জন্য বাইক চালিয়ে বাসন্তী তে আসার কথা কালো‘র।
এমন তথ্য গোপনে পৌঁছে যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের কাছে।কোনরকম ঝুঁকি না নিয়ে তিনি ও বাসন্তী থানার আইসি আব্দুর রব খান বিশাল পুলিশবাহিনী নিয়ে বাসন্তীর শিমূলতলা হাসপাতাল মোড় এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন।পুলিশের তল্লাশি অভিযানে ধরা পড়ে যায় কুখ্যাত বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারী কলো। তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ।
পুলিশ ধৃত কালো কে জিঞ্জাসাবাদ শুরু করেছে। এদিন রাতে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বরাত কে দিয়েছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়ে ধৃত কে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ধৃতের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসনাবাদের বেআইনি অস্ত্র ব্যবসায়ী কালো পুলিশের জালে,উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র।।

Leave a Reply