বাসন্তীতে পালিত হল দেশের প্রথম প্রধান মন্ত্রীর ১২৫ তম জন্ম জয়ন্তী।

0
279

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রবিবার সকালে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের উত্তরমোকাম বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় বিজেপির উদ্যোগে পালিত হল দেশের প্রথম প্রধানমন্ত্র তথা নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী।এদিন সকালে নেতাজী তথা দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন বাসন্তী ব্লকের বিজেপি নেতা বিকাশ সরদার। এরপর নেতাজীর জীবন কাহিনী জন সমকক্ষে তুলে ধরেন বিজেপি নেতা।উপস্থিত ছিলেন কালিচরণ নস্কর,অসীম বর্মন,তাপস সরদার,নিতাই হালদার সহ অন্যান্যরা। এদিন বিজেপি নেতারা নেতাজীর জন্ম জয়ন্তী পালন করে নেমে পড়েন স্বচ্ছ অভিযান। এলাকার বাজর,হাট সহ কয়েকটি জায়গায় তাঁরা নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করে সুস্থ স্বচ্ছ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানায়।