আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ২৪ জানুয়ারি সোমবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাশপুরDNS উচ্চবিদ্যালয়ের প্ল্যাটিনাম বর্ষের শুভ সূচনা হল।আমার প্রাণের বিদ্যা-সুন্দরী, আমার চোখের মনি, আমার অহংকার, আমার অলংকার। এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি গর্বিত, আমি উজ্জীবিত। আমার প্রতিষ্ঠার পিছনে এই বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিদ্যালয় অনেক রত্ন তৈরি করেছে। তারা দেশে- বিদেশে আজ সসম্মানে কর্মরত। আমি এই বিদ্যালয়ের কাছে দারুণভাবে ঋণী। পিতৃ- মাতৃ ঋণ যেমন আজীবন শোধ করা যায় না সেরকম এই বিদ্যালয়ের ঋণ কোন কৃতিসন্তান কোনদিন শোধ করতে পারবে না। এই বিদ্যালয়ের অনেক স্মৃতি আমাকে এখনো দারুণভাবে নাড়া দেয়। বিদ্যালয়ের প্লাটিনাম বর্ষ উদযাপনের সুসংবাদে আমি যারপরনাই আনন্দিত। দূরে আছি কিন্তু এই বিদ্যালয়ের উপস্থিতি আমার অন্তরে সর্বদা বিরাজমান…”আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে /আছো তুমি হৃদয় জুড়ে।” এই বিদ্যালয় আমার কাছে পূণ্যভূমি, পবিত্র স্থান। মাতৃসমা বিদ্যা-সুন্দরী কে আমার শতকোটি প্রণাম। এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এই বিদ্যালয়… “রূপে খনি, পূর্ণ মণিজালে।”