ক্যানিংয়ে পালিত হল জাতীয় ভোটার দিবস পালন।

0
496

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –  মঙ্গলবার ছিল জাতীয় ভোটার দিবস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ এবার জেলার  মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মূলত বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয় পত্র তুলে দিয়ে এদিন এই অনুষ্ঠানের সূচনা করা হয়। জেলার সব থেকে দক্ষ চারজন বি এল ও, ছাড়াও ভোটের সময় এবং নির্বাচনের বিভিন্ন কাজে উল্লেখযোগ্য কাজ করার জন্য আরো বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়।পাশাপাশি এদিয় প্রায় ৪০ জন নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয় পত্র তুলে দেওয়া হয়। ক্যানিং ১ বিডিও অফিসে এদিন এই অনুষ্ঠানটির সূচনা করেন ক্যানিংয়ের মহকুমা শাসক আজাহার জিয়া। এছাড়াও ছিলেন ক্যানিং ১ বিডিও শুভঙ্কর দাস ও অন্যান্য আধিকারিকরা। মহকুমা শাসক আজহার জিয়া বলেন ‘জাতীয় ভোটার দিবসের মূল অনুষ্ঠানটি ক্যানিংয়ে অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন ভোটের কাজে নিযুক্ত কর্মীর অংশগ্রহণ করেন। ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান এদিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীকে  পুরস্কৃত করা হয়।