তোলা বাজদের গ্রেপ্তারের দাবিতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো নেতাজি পৌর বাজারের ব্যবসায়ীরা।

0
259

মালদা, নিজস্ব সংবাদদাতা : তোলা বাজদের গ্রেপ্তারের দাবিতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো নেতাজি পৌর বাজারের ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ তোলাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছান মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয় ৩৪ নং জাতীয় সড়কে।
দীর্ঘক্ষন অবরোধের পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ অবস্থান থেকে সরে দাঁড়ান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের মারধর করার অভিযোগে একজনকে আটক করে পুলিশ।
ব্যবসায়ীরা জানিয়েছেন মাঝেমধ্যে দুষ্কৃতীরা ব্যবসায়ীদের মারধর দিয়ে তোলা তুলে। দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ যদি গ্রেপ্তার না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।