মালদা জেলা ট্রাফিক পুলিশের দল এবং মটর ভিকেলস আধিকারিকদের সফল অভিযান।

0
278

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদা জেলা ট্রাফিক পুলিশের দল এবং মটর ভিকেলস আধিকারিকরা শুক্রবার সকাল সাড়ে ১১ টায় এলআইসি মোড় থেকে রথবাড়ি ফ্লাইওভার পর্যন্ত যৌথ অভিযানে ৩০টি মোটরবাইক এবং ৬ টি মারুতি গাড়ি আটক করে।
মোটর ভিকেলস কয়েকজন আধিকারিক এবং মালদা ট্রাফিক পুলিশের ওসি এবং ইন্সপেক্টর যৌথ অভিযান চালালো এলআইসি থেকে অতুল মার্কেট পোস্ট অফিস মোড় চিত্তরঞ্জন বাজার এবং রাজমহল রোডের ফ্লাইওভার পর্যন্ত। সঙ্গে ফুটপাতে থাকা সংসদ ভবনকে ওঠার নির্দেশ দিলেন এবং কিছু দোকান তুলে দিলেন এবং নো পার্কিং এলাকায় সমস্ত গাড়িকে আটক করলেন এবং তাদের বিরুদ্ধে চালান কাটা হলো মটোরভিকেলস দপ্তর এর তরফ থেকে ৫০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত। এবং পৌরসভার অতুল মার্কেট এবং চিত্তরঞ্জন বাজারের সামনে পার্কিং বন্ধ করার নির্দেশ দেন সেখানকার কর্মীদের। ট্রাফিক নিয়ম ভাঙলে করা ব্যবস্থা গ্রহণ করবে জেলা ট্রাফিক পুলিশ এমনটাই জানালেন ট্রাফিক ইনস্পেক্টর শান্তি নাথ পাজা।