হাট থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের।

0
278

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হাট থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার গ্রামীণ সড়কে। যদিও এই ঘটনার পর ঘাতক মোটর বাইক চালককে ধরতে পারে নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ভক্ত (৪৮)। তার বাড়ি কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ননসা গ্রামে। এদিন সন্ধ্যায় কানতুরকা এলাকার একটি হাটে গিয়েছিলেন ওই ব্যক্তি বাজার করতে । এরপর রাত গড়িয়ে গেলে সাইকেল করে অন্ধকার রাস্তায় বাড়ি ফেরে। সেই সময় একটি মোটর বাইক ধাক্কা মারায় গুরুতর জখম হয় ওই ব্যক্তি। পরে তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়।