কয়লা কাণ্ডের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

0
448

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূমের লোকপুর থানার অন্তর্গত নওপাড়া গ্রামের বেআইনি মজুত কয়লা কাণ্ডের ঘটনায় গতকাল রাত্রে অভিযান চালিয়ে সেখ রহমত ও সঞ্জীব খাঁ নামে দুজনকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। তাঁদের বিরূদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ। উল্লেখ্য, গতকাল বীরভূম জেলার লোকপুর থানার অন্তর্গত নওপাড়াতে বিশাল পুলিশবাহিনী নিয়ে আবারও অবৈধ কাঁচা কয়লা বাজেয়াপ্ত করল বীরভূম জেলা পুলিশ। ২২ ডাম্পার ও ১৪ ট্রাক্টর আনুমানিক ৫৫০ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছ। এদিন এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিত কুমার দে। তাঁর সাথে ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার, ডিএসপি ডিএণ্ডটি, ডিএসপি ক্রাইম, চন্দ্রপুর সিআই, লোকপুর, কাঁকরতলা, দুবরাজপুর ও খয়রাশোল থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী। আজ দুইজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী রাম শান্তনু নায়ক।