চাইপাটে সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন করতে এসে বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা মন্ত্রী মানস ভুঁইয়ার।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- যারা স্বাধীনতার পরে দেশের সম্পদগুলোকে বিক্রি করে দিচ্ছে, যারা দেশের মূল্যবোধকে পদদলিত করছে, যারা সংবিধানের রক্ষাকবচকে ছুড়ে ফেলে দিয়েছে, যারা জাতি-ধর্ম-বর্ণের মধ্যে বিভেদ তৈরি করছে, তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দেশকে রক্ষা করবে, বেকারত্ব দূর করবে,GDP বাড়াবে, এটা আমরা কখনো বিশ্বাস করিনি তারই প্রতিফলন আজকের এই বাজেট, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের চাইপাট হাইস্কুল ময়দানে রাজ্য সরকারের সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রকে এমনইভাবে নিশানা করলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া, এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সুমন বিশ্বাস, BDO অনির্বাণ সাহু, বিধায়ক মমতা ভূঁইয়া, অরূপ ধারা, জেলা পরিষদের সহ-সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি সহ জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, পাশাপাশি তিনি আরো বলেন বাংলাকে বঞ্চিত করা হয়েছে এই বাজেটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাওনা টাকা যেটা বাকি রয়েছে সেটা চেয়েছিলেন’ কেন্দ্রকে কিন্তু এই বাজেটে না থাকায় তাই নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন মন্ত্রী মানস ভুঁইয়া, বাংলার জন্য কোন বড় রেল বাজেটের কথা বলা হয়নি, তিনি আরো বলেন এই বাজেট কঠিনভাবে ভারতবর্ষকে ধাক্কা দিয়েছে, পাশাপাশি ভারতবর্ষকে ঘুরে দাঁড়ানোর মতো কোনো প্রয়াস এই বাজেটের মধ্যে নেই। কার্যত এক কথায় বলা যেতে পারে এই বাজেট নিয়ে এই দিন কেন্দ্রকে নিশানা করলেন মন্ত্রী মানস ভুঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *