নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার পিংলায় একটি মুদির দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।পুড়ে ভস্মীভূত হলো কয়েক লক্ষ টাকার সামগ্রী।দোকানের মালিক কানাইলাল সেন বলেন বুধবার রাতে দোকানে বেচাকেনার পর দোকান বন্ধ করতে যাওয়ার আগে রীতিমতো ঠাকুরের কাছে ধূপ দিয়ে তিনি দোকান বন্ধ করে যান।কিন্তু বাড়ি ফিরে জানতে পারেন দোকানে আগুন লেগেছে।তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হন তিনি।তাঁর আসার আগে থেকেই স্থানীয় লোকেরা বালতি করে জল নিয়ে ওই আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিংলা থানার পুলিশ।তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।কিন্তু বিধ্বংসী আগুন ততক্ষণে এতটাই লেলিহান হয়ে গেছিল যে।তাঁকে নেভানো কষ্টসাধ্য হয়ে গেছিল।এই অবস্থায় দমকলে খবর দিলেও ঘটনাস্থলে দমকল পৌঁছতে পৌঁছতে সব শেষ হয়ে যাবে তাই তারা নিজেরাই ওই আগুন নেভানোর জন্য চেষ্টা করে যেতে থাকেন। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সব শেষ।পুড়ে শেষ হয়ে গিয়েছে দোকানের মধ্যে থাকা সমগ্র সামগ্রী।দোকান মালিক জানিয়েছেন প্রায় দশ লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে গেছে তাঁর। প্রসঙ্গত এই দোকান এলাকার বহু পুরনো অভিজাত দোকান বলেই পরিচিত। এই আগুন লাগার কারণ হিসাবে দেবতার কাছে দেওয়া ধুপকেই মনে করছে এলাকাবাসী এবং দোকানদার।যদিও এই বিষয়ে তদন্ত করছে পিংলা থানার পুলিস ।
Leave a Reply