নয়াগ্রামের তপোবনের রাস্তায় দেখা মিলল হরিণের,ঘটনা স্থলে বন দফতরের কর্মীরা।

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের তপবন জঙ্গলের রাস্তায় দেখা মিলল হরিণের। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে রাস্তার মধ্যে ঘুরতে দেখে।এরপর ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ফোন করে স্থানীয় বন বিভাগের আধিকারিক দের বিষয় টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা ।স্থানীয় বাসিন্দারা বলেন ওই এলাকার জঙ্গলে বেশকিছু হরিণ রয়েছে যেকোনো কারনে হরিণ টি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলেন নয়াগ্রামের তপবনের জঙ্গলে বেশকিছু চিতল হরিণ রয়েছে । সেই হরিণের দল খাবারের সন্ধানে রাতের বেলা জঙ্গল থেকে বেরিয়ে মাঠে গিয়ে ফসলের ক্ষতি করে । বারবার বন দফতর কে জানানো সত্ত্বেও হরিণ গুলির তত্ত্বাবধানে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই যখন তখন জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে হরিণ। একদিকে যেমন ফসলের ক্ষতি করছে তেমনি হরিণকে নিয়ে চিন্তায় রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। একদিকে হাতির পালের তাণ্ডব অন্যদিকে হরিণের উৎপাত। যার ফলে ওই এলাকার বাসিন্দাদের ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে । কিন্তু বন দফতর সম্পূর্ণ উদাসীন বলে স্থানীয় বাসিন্দারা জানান। সেইসঙ্গে এলাকার বাসিন্দারা যেকোনো সময় হরিণের ক্ষতির আশঙ্কা করছেন। তাই গ্রামবাসীদের দাবি বনদপ্তর এর পক্ষ থেকে হরিণগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *