মদ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ার কে বেধড়ক মারধরের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কর্মরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার কে বেধড়ক মারধরের অভিযোগ উঠে কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার বেলেডাঙ্গা মোড় এলাকায়। জানা যায় শান্তিপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাস প্রতিদিনের মতোই শান্তিপুর থানার বেলডাঙা মোড় 34 নম্বর জাতীয় সড়কের ট্রাফিক ডিউটি তে ছিলেন। বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় টোটো নিয়ে আসছিল। তখনই রাজু দেবনাথ, সুমন মজুমদার এবং অভিজিৎ ঘোষ নামে তিন মদ্যপ যুবকের সাথে ওই সিভিক ভলেন্টিয়ার এর কথা কাটাকাটি হয়। তৎক্ষণাৎ অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে গেল কুড়ি মিনিট পর দলবল নিয়ে আবারো ওই সিভিক ভলেন্টিয়ার কাছে এসে পৌঁছায়। কোন কথা না বলে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বেধড়ক মারতে থাকে সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাস কে। চিৎকার চেচামেচি করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই সিভিক ভলেন্টিয়ার কে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ঘটনার উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহত সিভিক ভলেন্টিয়ার। বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে। আগামীকাল তাদের রানাঘাট মহাকুমা আদালতে পাঠানো হবে বলে জানা যায় প্রশাসনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *