তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই তৃণমূল প্রার্থীর সমর্থনে উচ্ছ্বাস মিছিল তৃণমূল কর্মী-সমর্থকদের।

0
335

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই তৃণমূল প্রার্থীর সমর্থনে উচ্ছ্বাস মিছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। শুক্রবার নদীয়ার নবদ্বীপ 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হলেন ঝন্টু লাল দাস। নবদ্বীপ 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠে নবদ্বীপ 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার রাত্রিকালীন নবদ্বীপ 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা একটি উচ্ছ্বাস পদযাত্রা মিছিল করলেন গোটা পাঁচ নম্বর ওয়ার্ড জুড়ে। যদিও উচ্ছাস মিছিলের মধ্যে দিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা জানান, আগামী পৌরনির্বাচন কে সামনে রেখে কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই এই উচ্ছ্বাস মিছিল তাদের।