৪৫০ পরিবারের হাতে চারাগাছ তুলে দেওয়া হল বিভীষণপুর অঞ্চলে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ব্লকের বিভীষনপুর অঞ্চলে শুক্রবার বিভীষনপুর হাইস্কুল মাঠে MGNREGA প্রক্লপের প্রায় ৪৫০ জন পরিবারের হাতে চারা গাছ তুলে দেন বিভীষনপুর অঞ্চলের প্রধান অরুপ সুন্দর পণ্ডা। সঙ্গে ছিলেন নির্মাণ সহায়ক, অঞ্চল সম্পাদক,হার্টিকালচার ট্রেনার এবং কন্ট্রাকটার বৃষকেতু কর,সৌরভ কান্তি বেরা,গৌরহরি মাইতি, পঞ্চায়েত সদস্য শংকর দাস,নারায়ন মণ্ডল, সুব্রত বসু, সমস্ত পঞ্চায়েত সদস্য ও সদরস্যা। প্রতিটি পরিবারের হাতে ৩০টি করে চারা গাছ দেওয়া হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় আমচারা,লেবু চারা,পিয়ারা এবং সার, ঔষধ। গ্রাম প্রধান অরুপ সুন্দর পন্ডা জানায় এই প্রকল্পের মাধ্যমে মানুষ জন আলাদা রোজগারের পথ খুঁজে পাবেন। তাই রাজ্য সরকারের আদেশনুসারে আমরা এমন উদ্যোগ নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *