বীরভূম জুড়ে চলছে সিজানো পরব,গোটা সিদ্ধ,বাসি ঠাণ্ডা খাবার খাওয়ার প্রথা,পালিত হচ্ছে অরন্ধন দিবস। সমাজ-সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে চলছে ষষ্ঠী ব্রত কথা পাঠ, এই পার্বণ আজও ধরে রেখেছে গ্রামীণ সংহতি ও লোকায়ত সংস্কৃতি!

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জুড়ে চলছে সিজানো পরব,গোটা সিদ্ধ,বাসি ঠাণ্ডা খাবার খাওয়ার প্রথা,পালিত হচ্ছে অরন্ধন দিবস। সমাজ-সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে চলছে ষষ্ঠী ব্রত কথা পাঠ, এই পার্বণ আজও ধরে রেখেছে গ্রামীণ সংহতি ও লোকায়ত সংস্কৃতি!! সারা বীরভূম জুড়ে আজ অনুষ্ঠিত হচ্ছে গ্রামীণ উৎসব “সিজানো পরব”। ঘরে ঘরে পালিত হচ্ছে অরন্ধন দিবস। আজকের দিনে উনুন না জ্বালানোর প্রথা। শীতকালের এই রান্না করা ঠান্ডা খাবার খাওয়ার চল রয়েছে বহু দিন ধরে। সরস্বতী পুজোর দিন রান্না করা বাসি খাবার পরদিন খাওয়ার সাবেকি রীতি । ঐদিন পুঁই,আলু, বেগুন,সিম,মুগকলাই, বরবটি,কালকলাই একসঙ্গে গোটাসেদ্ধ করা হয়।এই গ্রামীণ লোকায়ত উৎসব বজায় রাখে গ্রামীণ সংস্কৃতি ও সংহতি।শীল-নোড়ায় ষষ্ঠী পুজোর পর শুরু হয় একসঙ্গে খাবার খাওয়া। এখনো সংসারের মঙ্গল কামনায় অনেক বাড়িতে রয়েছে “ষষ্ঠী ব্রতকথা” পাঠের প্রথা। এমনই এক ছবি ধরা পরল বীরভূমের কোটাসুরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *