নদীয়া-কৃষ্ণনগ, নিজস্ব সংবাদদাতা:- “আমরা স্কুলে যেতে চায়”পোস্টার নিয়ে ছাত্র-ছাত্রীদের সামনে রেখে কৃষ্ণনগরে জেলাশাসক দপ্তরে অভিযান SUCI এর। পুলিশের বাধার মুখে এসইউসিআই এর শাখা সংগঠন এম এস ও এবং বি এস ওর কর্মীরা। গোটা রাজ্য জুড়ে এদিন এসইউসিআই এর শাখা সংগঠন এর পক্ষ থেকে বিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে। ঠিক সেই মতো নদিয়ার কৃষ্ণনগরে ও এস ইউ সি আই এর শাখা সংগঠন গুলির পক্ষ থেকে জেলাশাসক দপ্তর এর উদ্দেশ্যে মিছিল করে অভিযান চালানো হয়। যদিও মিছিল মাঝপথেই বাধা দেয় পুলিশ। এসইউসিআই এর শাখা ছাত্র সংগঠনের দাবি, দীর্ঘ দুই বছর ধরে স্কুল বন্ধ রয়েছে। কিন্তু রাজ্য সরকার অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুললেও। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শুধুমাত্র পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির জন্য পাড়ায় পাড়ায় শিক্ষার কথা ঘোষণা করেছে। কিন্তু আমরা সরকারের এই নির্দেশিকায় ব্যাপক বিরোধিতা করছি। আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়গুলির খুলে দেওয়া হোক। তিনি প্রশ্ন তোলেন ইতিমধ্যেই পৌর নির্বাচনের কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিছিলের নাম করে যেভাবে জমায়েত করছে সেই জায়গায় কেন স্কুল খোলা হচ্ছে না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এসইউসিআই এর ছাত্র সংগঠন।
“আমরা স্কুলে যেতে চায়”, পোস্টার নিয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জেলাশাসক অভিযান, মাঝপথে পুলিশের বাঁধা।।।












Leave a Reply