পুরুলিয়া জেলার নিতুরিযার স্কুল মাঠে বসেছে শিক্ষালয়।

পুরুলিয়া, শিবপ্রসাদ মণ্ডল:– বহু প্রতীক্ষার অবসান। শিক্ষাবিদ থেকে চিকিৎসক মহল সকলেই একযোগে স্কুল খোলার দাবীতে সরব হয়েছিলো। তারপরেই স্কুল খুলতে তৎপর হয় শিক্ষাদপ্তর। ইতিমধ্যেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেনীর পঠন পাঠন শুরু হয়েছে। আজ থেকে পাড়ায় শিক্ষালয়ে কচিকাঁচারা। মহামারীর কারনে দীর্ঘদিন স্কুলের দরজা বন্ধছিল।সহপাঠীদের সঙ্গে দেখাসাক্ষাত নেই, টিফিনে একসাথে মিডডে মিল খাওয়ার আনন্দ খুব মিস করছিল। আজ থেকে আবার নুতন করে পাড়ার শিক্ষালয়ে পঠনপাঠন যেমন হবে, তেমনি খেলাধূলা, খুনসুঁটির মধ্যেই কচিকাচাঁরা শিক্ষালাভ করবে। ছেলেমেয়েরা কোথায় কিভাবে পড়াশোনা করছে তা দেখতে সঙ্গে এসেছেন অভিভাবকরা। পুরুলিয়া জেলার নিতুরিযার স্কুল মাঠে বসেছে শিক্ষালয়। শিক্ষালয়ে আসার সময় কচিকাঁচাদের হাতে জলের বোতল , মাক্স তুলে দিলেন এলাকার সমাজসেবী উত্তম বাউরী। ছাত্রীরা আজ বেজায় খুশী।
পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *