নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎ শিল্পী সুবীর পাল নদিয়ার কৃষ্ণনগরে ঘূর্ণির বাসিন্দা তিনি স্বনামধন্য গায়িকা লতা মাঙ্গেসকারের মাটির অবক্ষ মূর্তি তৌরি করছেন।এই মূর্তি টি শুধুমাত্র তার স্টুডিও রাখবেন। তিনি শুধুমাত্র ভারতের নয় সারা বিশ্বে তার জনপ্রিয়তা ছিল । তার মৃত্যুতে গভীর শোকাহত সবাই ।শিল্পী তার শিল্পের মাধ্যমে লতা মঙ্গেসকারের মূর্তি তৌরি করেছেন ।তবে এর থেকে আরও বড় মূর্তি করে রাখবেন বলে সুবীর বাবুর মত ।
স্বনামধন্য গায়িকা লতা মাঙ্গেসকারের মাটির অবক্ষ মূর্তি তৈরী করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎ শিল্পী নদিয়ার কৃষ্ণনগরে সুবীর পাল।

Leave a Reply