ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠল কোলাঘাটের একরত্তি মেয়ে সমৃদ্ধীর,প্রশংসার ঝড় জেলার সর্বত্রই।

0
261

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- কয়েক সেকেন্ডের মধ্যে ১০০টা দেশ ও রাজধানীর নাম বলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাথানবেড়িয়া গ্রামের তিন বছর বয়সের ছোট্ট একরত্তি মেয়ে সমৃদ্ধি মাইতির। বাবা পেশায় রেলকর্মী,মা সর্বভারতীয় সঙ্গীত পরিষদের পরীক্ষক। সতব্যস্ততার মাঝেও নিজের একরত্তি শিশুকে গড়ে তুললেন এক বিস্ময়কর বালিকায়।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বাথানবেড়িয়া গ্রামের মাত্র সাড়ে তিন বছরের ছোট্ট অবাক বিশ্বয়কর মেয়ে সমৃদ্ধি মাইতি। পৃথিবীর যে কোন দেশ বা রাজধানীর নাম সহ একাধিক প্রশ্নের উত্তর তার যেন মুখটস্থ। সমস্ত প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যেই হুহু করেই বলে দিচ্ছে ছোট্ট এই মেয়েটি। যার কারনে কয়েকদিন আগেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নিজের নাম এই বিষয়ে নথিভুক্ত করে। আর এই কারনেই স্থানীয় কোলাঘাট এলাকায় রাতারাতি সেলিব্রেটি হয়েছে ছোট্ট সমৃদ্ধি। দু’বছর বয়স থেকে বাবা মা এর কাছেই এমন কিছু শুনেই নিজেকে রপ্ত করেছে ছোট্ট সমৃদ্ধি। মা,বাবা,দাদু ঠাকুমা আপ্লুত, বেশ খুশি বাথানবেরিয়া গ্রামের মানুষজন।