খাবারের সন্ধানে বেরিয়ে ফসলের জমির মাঝে কুয়োতে পড়ে গেল পূর্ণবয়স্ক হাতি,তীব্র চাঞ্চল্য শালবনির পাতাঝড়িয়াতে।

0
291

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- খাবারের সন্ধানে বেরিয়ে ফসলের জমির মাঝে কুয়োতে পড়ে গেল একটি পূর্ণবয়স্ক হাতির, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৬ নম্বর ভীমপুর অঞ্চলের লালগড় রেঞ্জের পাতাঝড়িয়া এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে খাবারের সন্ধানে এলাকায় প্রবেশ করেছে বড় একটি হাতির দল, ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের আধিকারিকরা এবং কর্মীরা, হাতিটিকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।