চাকদহ পৌরসভা নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত C.P.I.(M) প্রার্থী কমরেড শুভম ভৌমিক এর একান্ত সাক্ষাৎকার।

0
629

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদহ পৌরসভা নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত C.P.I.(M) প্রার্থী কমরেড শুভম ভৌমিক শৈশব থেকেই বামপন্থী পরিবারে বেড়ে ওঠা। স্কুলে পড়ার সময় থেকেই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। উচ্চমাধ্যমিক পাস করে চাকদহ কলেজে পড়াশোনা শুরু । পরবর্তী সময় যুব আন্দোলনের মধ্যে দিয়ে সি.পি.আই.(এম)র সদস্য হন। এলাকায় পরিচিত মুখ তিনি সব সময় মানুষের পশে থাকার চেষ্টা করেন। করনার সময় থেকে আজ পর্যন্ত তিনি রেড ভলেন্টিয়ারের হয়ে কাজ করছেন। কোভিড অতিমারীর সময় থেকে জাত, ধর্ম, দলমত নির্বিশেষে কোভিড আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিত ছিলেন এবং বর্তমানেও সেই কাজ করে চলেছেন। তরুণ, সৎ, নির্ভীক আপনাদের শুভম কে আগামী নির্বাচনে এই বারে বামপ্রন্টের প্রার্থী।তিনি একান্ত সাক্ষাৎকারে কি জানালেন।